আবুল মনসুর আহমদ - বই নিয়ে মজার ঘটনা

 



ভারত পাকিস্তান যখন আলাদা হল, আবুল মনসুর আহমদ তখন কলকাতায়। চৌরংগীর মোড়ে বইয়ের দোকানে ঘুরে ফিরে বই হাতড়ানোই ছিলো তার কাজ। এমনিতে নানান কিসিমের বইয়ে ভরা বুক স্টলে বই দেখে বেড়ানো তার চিরকালের অভ্যাস। তখনকার দাংগা হাংগামায় অনেক দোকান বন্ধ হয়ে যাওয়ায় চৌরংগীর নতুন বই পুস্তকের দোকানগুলোতে আবুল মনসুর যাওয়া আসা করতেন। বই কেনার চেয়ে পরখ করতেন বেশি। এতে অবশ্য দোকানদাররা রাগ করতেন না।




'উকিল ছাব' বা 'এডিটর ছাব' পরিচয়ে দীর্ঘ বারোটা বছর কালা শেরওয়ানী পরা আবুল মনসুরকে তারা খুব ভালো করেই চিনতেন। আসল নাম না জানলেও এই লোকটাকে বই পুস্তকের দোকানদাররা যথেষ্ট খাতির করতেন। যে কোন বই দেখতে চাইলে দোকানদাররা নামিয়ে দেখাতেন, যদিও জানতেন শেষ পর্যন্ত বইটা 'উকিল ছাব' কিনবেন না। তবে মাঝে মাঝে কিনতেন। শ টাকার বই ঘেটে শেষ পর্যন্ত আট আনা- এক টাকার একটা বই অবশ্য কিনতেন।

আবুল মনসুর আহমদের এই অভ্যাসের সাথে দোকানদাররা পরিচিত হয়ে উঠলো। 'উকিল ছাব' আসছেন দেখলেই দোকানদাররা মুচকি হেসে এ ওর দিকে তাকাতাকি করতো। আবুল মনসুরও সেটা বুঝতেন, টিটকারির ব্যপারটা গায়ে না মেখে তিনিও তাদের সাথে মুচকি হাসতেন।

আবুল মনসুরকে দেখে দোকানদাররা যদিও মুখে মুখে বলতো- 'আইএ ছাব, আইএ ছাব'। অাবুল মনসুরের ধারণা দোকানদাররা মুখে মুখে এমনটা বললেও মনে মনে ঠিকই বলতো- 'দু চারঠো দেখকে চলে যাইয়ে ছাব'      

 বই পড়ুন, সবাইকে বই পড়তে উৎসাহিত করুন।

তারুণ্যের বই উৎসব:

ফেইসবুক গ্রুপ:

https://www.facebook.com/groups/1333582920365246/?ref=share

ফেইসবুক পেইজে:

তারুণ্যের বই উৎসব

LinkedIn:

Www.LinkedIn.com/in/bookfestivalbd

Instagram:

www.Instagram.com/bookfestivalbd

Blog:

www.bookfestivalbd.blogspot.com

YouTube channel:

https://m.youtube.com/channel/UCjwMWMwNhtfc_CceKU8ZUKg

 


Comments

Popular posts from this blog

মুক্তিযুদ্ধের বই - ০৪

মুক্তিযুদ্ধের বই - ০১

মুক্তিযুদ্ধের বই - ০২